• প্রতিষ্ঠান সম্পর্কে
  •  সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (দীঘলার আইট) টি সদর উপজেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে ১০ নং প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলিখালী মৌজায় অবস্থিত। অত্র এলাকার বিশিষ্ঠ ব্যক্তি বর্গ দীঘলার আইট গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার স্বপ্ন দেখেছিল। পরবর্তিতে চাকলা নিবাসী মরহুম এ্যাডঃ আপ্তাপ উদ্দীন ঢালী সাহেবের নেতৃত্বে এলাকার সূধী জনেরা  এৗক্য মতের ভিত্তিতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রথমে একটি  নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কায্যক্রম  ‍শুরু করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম জমি দান করেন দীঘলার আইট নিবাসী মৌলুবী জফর আলী জোয়ারদার। পরবর্তিতে জমিদান করেন  মৌলুবী তেছের আলী জোয়ারদার, আলহাজ্ব মতিয়ার রহমান জোয়ারদার ও সুভদ্রকাটি নিবাসী  মৌলুবী মোহব্বত আলী সানা সাহেব। প্রতিষ্টাতা বিদ্যোৎসাহী হিসাবে অর্থনৈতিক ভাবে অক্লান্ত পরিশ্রম করেন মরহুম রফিজ উদ্দীন শেখ। সর্ব সম্নতি সিদ্ধান ক্রমে  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসাবে মরহুম জফর আলী জোয়ারদার নাম প্রস্তাব করিলে তাকে প্রতিষ্ঠাতা হিসিাবে গণ্য করা হয়। অত্র এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে ০১-০১-১৯৮০ সাল থেকে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ০১-০৯-১৯৮৫ সাল থেকে প্রথম এ,পি,ও ভূক্ত হয়। আবার ও এলাকার সূধী সমাজ বিদ্যালটিকে পরিপূর্ণ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে রুপদান করার জন্য প্রচেষ্টা চালাতে থাকে। মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রস্তাব করার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করিলে আবেদন মঞ্জুর হয়। তারপর মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ করার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। নিয়োগ বোর্ডের সুপারিশ ক্রমে মাধ্যমিক পর্যায়ে ১.মোঃ শফিকুল ইসলাম ২.বুলবুল আক্তার সহকারি শিক্ষক হিসেবে এবং ৩.মোঃ মোশাররফ হোসেন ৪.মোঃ রফিকুল ইলামকে অফিস সহায়ক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। এভাবে কার্যনির্বাহী কমিটির প্রচেষ্টায় ০১-০১-২০০১ সাল থেকে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে হিসেবে স্বীকৃতি লাভ কর। এরপর শিক্ষক বৃন্দের কঠোর পরিশ্রমের ফলে বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং দীর্ঘ ৬/৭ বছর কষ্ট ভোগ করার পর ২০০২ সালের পহেলা মে থেকে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রথম এম,পি,ও ভূক্ত হয়। বিদ্যালয়টি এমপিও ভূক্ত হবার পর এস,এস,সি কেন্দ্র হিসাবে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় নির্ধরিত ছিল। ছাত্র ছাত্রীদের আর্থিক দিক ও দুরত্বের দিক লক্ষ্য করে ২০০৫ সাল থেকে করয়া মদিনাবাদ মাধ্যমিক এসি,এস,সি পরীক্ষা কেন্দ্র হিসাবে নির্ধারন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অত্যন্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের নুতন কারিকুলাম অনুযায়ী পাঠদান করে থাকেন।

    • সভাপতির বাণী
  • মোঃ সাহেব আলী জোয়ারদার, দীঘলার আইট,আশাশুনি, সাতক্ষীরা।
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মো: শফিকুল ইসলাম
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology