• মো: শফিকুল ইসলাম
  • সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সর্ব দক্ষিনের জনপদ “দীঘলার আইট) গ্রামটি অবস্থিত। অত্র এলাকার জনগোষ্ঠি শিক্ষার মান উন্নয়নের লক্ষে ১০ নং প্রতাপনগর ইউনিয়নের চাকলা তেলিখালী মৌজার মুরুব্বীরা একটি হাই স্কুল করার স্বপ্ন দেখেছিল। চাকলা তেলিখালী মৌজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে মিলে দীঘলার আইট গ্রামে বিদ্যালয়টি স্থাপন করার সিদ্ধান্ত গ্রহন করেন। সেই সিদ্ধান্ত মোতাবেক সকলে মিলে জমি দান করে ০১-০১-১৯৭৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আমি মো: শফিকুল ইসলাম ১৩--০৬-২০২০ খ্রি: তারিখে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হয়ে ১৬-০৬-২০২০ খ্রি: তারিখে অত্র বিদ্যালয়ে যোগদান করে সুনামের সহিত কর্মে রত আছি। অত্র এলাকার জনসমাজ চেয়েছিল অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীরা পাঠদান করে এলাকার সকল মানুুষ সুশিক্ষায় শিক্ষিত হোক। এলাকার ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে এলাকাটি শিক্ষার আলোয় আলোকিত হোক। হয়ত অনেক মুরুব্বির আশা পূর্ণ হয়েছে আবার অনেকের ইচ্ছা পূর্ণ হবার আগে তারা পারলৌকিক জীবনে পদার্পন করেছেন। আমি সেই সব মহান ব্যক্তিরা যারা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শ্রম দিয়ে,অর্থ দিয়ে ,সময় দিয়ে এই বিদ্যালয়ের জন্য কাজ করেছেন তাদের মধ্যে যারা বেচে আছেন তাদের দীর্ঘ হায়াত ও সুস্থতা কামনা করছি এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের জন্য মহান রবের প্রার্থনা করছি, আল্লাহ যেন  যেন তাদের জান্নাতের সর্বাচ্চ মাকান দান করেন।

    প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায় ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে | আমি এলাকা বাসীর কাছে দোয়া চাই, আমি যেন এই বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রেখে আগামীতে বিদ্যালয়টিকে্ে আদর্শ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি।

    বিদ্যালয়টির বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা ২৫০  জন |  নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল দীঘলার আইট বাসীর গৌরব “আদর্শ মাধ্যমিক বিদ্যালয় (দীঘলার আইট)“ এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি|

    মো: শফিকুল ইসলাম

    প্রধান শিক্ষক

    আদর্শ মাধ্যমিক বিদ্যা্রলয় (দীঘলার আইট)

    আশাশুনি, সাতক্ষীরা।

    • সভাপতির বাণী
  • মোঃ সাহেব আলী জোয়ারদার, দীঘলার আইট,আশাশুনি, সাতক্ষীরা।
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মো: শফিকুল ইসলাম
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology